News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ট্রাম্প-মেলানিয়ার ওপর হামলা চালাতে পারে বাঁদর!

ট্রাম্প-মেলানিয়ার ওপর হামলা চালাতে পারে বাঁদর!

৩৬ ঘণ্টার সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদি। তবে আশঙ্কা, এই সফরকালে ট্রাম্প ও মেলানিয়ার ওপর হামলা চালাতে পারে ভারতের বাঁদর।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৬ ঘণ্টার এই সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই বাঁদর বাহিনীর টার্গেটে পড়তে পারেন তিনি!

এই নিয়ে চিন্তায় পড়েছে তার নিরাপত্তা কর্মকর্তারা। আপাতত আগ্রার কুখ্যাত বাঁদর বাহিনীর মোকাবিলা করতে মোতায়েন করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি হনুমান।

দেশটির এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে আগ্রায় পৌঁছনোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকবে ঐ হনুমানগুলো। বাঁদরের হামলা থেকে রক্ষায় আপাতত নির্ভর করতে হচ্ছে হনুমান বাহিনীর ওপরই।

তাজমহল চত্বরে কমপক্ষে ৫০০ থেকে ৭০০ বাঁদরের বাস। দূর থেকে গুলতি ছুড়ে বাঁদর তাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু তাতেও চিন্তা যাচ্ছে না। আপাতত পুলিশ ভেবেছে, তারা বাঁদর তাড়ানোর সরঞ্জাম নিয়ে তৈরি থাকবেন।

এক কর্মকর্তা বলেন, “এভাবে কয়েকটা বাঁদর তাড়ানো সম্ভব, ঝাঁকে ঝাঁকে বাঁদরকে তাড়ানো কঠিন হবে। আশা করি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না।”

সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ভারত সফরে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়