News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ৩০ জানুয়ারি ২০২০
আপডেট: ০৮:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা রোহিঙ্গা তরুণী আটক

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা রোহিঙ্গা তরুণী আটক

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন শালদহ গ্রাম থেকে ওই তরুণীকে আটক করে। 

আটক ওই তরুণীর নাম উম্মুল খায়ের (২২)। তিনি মায়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ট্যাংকখালি ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ৭ মাস আগে কুষ্টিয়ার এক যুবকের সঙ্গে রোহিঙ্গা তরুণী উম্মুল খায়েরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে গত শনিবার ওই নারী কক্সবাজার ক্যাম্প থেকে  কুষ্টিয়ায় পালিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর জানান, রোহিঙ্গা তরুণী আটকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজবাংলাদেশ/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়