টি-টোয়েন্টি সিরিজ জিতে মিসবাহ’র স্বস্তির নিঃশ্বাস

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু তার আগেই দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। প্রায় এক বছরের বেশি সময় পর কোন টি-টোয়েন্টি সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। এমনটি জানিয়েছেন, দলের কোচ মিসবাহ উল হক।
মিসবাহ বলেন, ‘অবশ্যই আপনি জেতার জন্য খেলেন, আর এটাই সবসময় করা হয়। আমাদের স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন বোঝা যাবে কোথায় আমাদের শক্তির জায়গা ও দুর্বলতা।’
মিসবার কোচ হয়ে আসার পর পাকিস্তান ঘরের মাটিতে দ্বিতীয় সারির শ্রীলঙ্কান দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে। পরে অস্ট্রেলিয়া সফরে হারে ২-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়)। অথচ এ বছরের শেষদিকেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০তে সিরিজ জিতে র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখে দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস