নব্য জেএমবি সন্দেহে দুই খুবি শিক্ষার্থী আটক

খুলনা নগরীর গল্লামারী খোরশেদনগর থেকে শুক্রবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সাথে জড়িত সন্দেহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র নূর মোহাম্মদ অনিক (২৪)ও একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৩)।
শনিবার সকালে খুলনা মহানগরের পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে তারা ওই এলাকার হাসনাহেনা নামে একটি চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
কমিশনার কবির বলেন, “অভিযান চালানোর সময় ওই দুইজনের কাছে বোমা তৈরির ১৯ প্রকারের বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া গেছে।”
আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে কমিশনার বলেন, “এই দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী মতাদর্শে আকৃষ্ট হন। পরে তারা নব্য জেএমবির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাতে সম্পৃক্ত হন। একপর্যায়ে নিজেরাই নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বোমা তৈরি শেখেন।
কমিশনার আরও বলেন, আটক দুইজনকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদের কোনো সহযোগী আছে কিনা এবং অর্থের উৎস কী সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
আটক দুই ছাত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য মো. ফায়েক উজ্জামান।
নিউজবাংলাদেশ.কম/এএস