News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৮, ২৩ জানুয়ারি ২০২০
আপডেট: ১০:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০

পাবনায় আওয়ামী নেতার বিরুদ্ধে বাবার জিডি

পাবনায় আওয়ামী নেতার বিরুদ্ধে বাবার জিডি

পাবনায় আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে ও জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা খন্দকার আবদুল মান্নান। জিডিতে তিনি ছেলের লাইসেন্স করা পিস্তল জব্দেরও আবেদন জানিয়েছেন।

১৩ জানুয়ারি খন্দকার আবদুল মান্নান থানায় হাজির হয়ে এই জিডি করেন। ওই দিনই পুলিশ জিডিটি গ্রহণ করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত খ ম হাসান কবীর আরিফ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বাবা খন্দকার আবদুল মান্নান জেলার সুপরিচিত আরিফ পরিবহনের মালিক। তাদের বাড়ি জেলা শহরের গোপালপুর মহল্লায়।

জিডিতে খন্দকার আবদুল মান্নান অভিযোগ করেন, তার বড় ছেলে খ ম হাসান কবীর আরিফ এর আগে তাকে খুন করার জন্য গলা টিপে ধরেছেন এবং কথায় কথায় তাকে পিস্তল দিয়ে খুন করতে চান। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার স্বাধীনভাবে চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর আগে আরিফ তার পরিবহনের কাচ ভেঙে ব্যাপক ক্ষতি করেছেন। তিনি এখন অসহায় হয়ে পড়েছেন। এ কারণে জীবনের নিরাপত্তার স্বার্থে এই ছেলের লাইসেন্স করা পিস্তলটি জব্দের অনুরোধ করছেন খন্দকার আবদুল মান্নান।

ওসি নাসিম আহমেদ বলেন, খ ম হাসান কবীর আরিফের বাবা নিজে থানায় এসে জিডি করেছেন। বাবা-ছেলে দুজনই শহরের সম্মানিত ব্যক্তি। তাই বিষয়টি তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে অস্ত্র জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে খ ম হাসান কবীর আরিফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন। তিনি বলেন, আমার বাবার বয়স ৯০ বছর। তার পক্ষে থানায় গিয়ে এ ধরনের জিডি করা সম্ভব নয়। কেউ হয়তো তাকে বিভ্রান্ত করে স্বাক্ষর করিয়ে কাজটি করতে পারেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়