News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ জানুয়ারি ২০২০
আপডেট: ১৩:১৯, ১৫ মার্চ ২০২০

পলিন কাউসারের ‘আমি তো পাইনি মেঘের দেখা’

পলিন কাউসারের ‘আমি তো পাইনি মেঘের দেখা’

আসছে পলিন কাউসার পরিচালিত নতুন মিউজিক ভিডিও আমি তো পাইনি মেঘের দেখা। পরিচালকের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী অবনী মাহবুব। গানটির সঙ্গীতায়োজন করেছেন শিল্পী অটামনাল মুন।

ছবিঘর এর ব্যানারে কিছুদিন আগেই মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার শাহবাগের কয়েকটি জায়গায়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শিল্পী অবনী মাহবুব এবং রুদ্র হক। আগামী সপ্তাহেই গানটি রিলিজ হবে বলে জানিয়েছে ছবিঘর

মিউজিক ভিডিও নিয়ে পরিচালক পলিন কাউসার বলেন, নিজের লেখা ও সুরে গানের চিত্রনাট্য করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিলো আমার কাছে, কতটা করতে পেরেছি আমি জানিনা। তবে গতানুগতিক মিউজিক ভিডিওগুলো থেকে এর দৃশ্যমান অবশ্যই আলাদা। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা ভিডিও রিলিজের পর দর্শকের সাড়া দেখে বোঝা যাবে।

ভবিষ্যৎ কাজের কথা জানতে চাইলে তিনি বলেন, বিকল্পধারার কাজ করতে চাই। গতানুগতিক কাজের প্রতি ভীষণ অনাগ্রহী আমি। একটা ভিন্ন আমেজের গল্পের চিত্রনাট্য নিয়ে কিছুটা ব্যস্ত এখন। দেখা যাক কতদূর কী হয়।

এর আগে পলিন কাউসারের গল্পে হেমন্তের বৃষ্টি নামে একটি নাটক চ্যানেল আইতে প্রচারিত হয়। প্রচারের অপেক্ষায় আছে তার নির্মিত দ্বিতীয় আয়না নামের টেলি ফিকশন। এছাড়া তিনি বেশ কয়েকটি টিভিসি এবং ওভিসিও করেছেন।

গানটি শীঘ্রই টিভি পর্দায় আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ছবিঘর। এছাড়া এর অডিও ভার্শন ইতোমধ্যেই আই টিউন্স, গুগল্ প্লে, স্পটিফাই এবং অ্যামাজন মিউজিকে প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কিনে যে কেউ ডাউনলোড করে শুনতে পারবেন গানটি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়