News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ২২ জানুয়ারি ২০২০
আপডেট: ০১:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০

সব ধরনের সূচকে উত্থান

সব ধরনের সূচকে উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন উভয় স্টকের লেনদেন পরিমান বেড়েছে।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৮০ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৮৩টির, কমেছে ১২৬টির এবং পরিবর্তন হয়নি ৪৭টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৪০ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ দশমিক ৮৪ পয়েন্টে ও ১ হাজার ১৮ দশমিক ৬২ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, সুহৃদ, কাসেম ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এস এস স্টিল, এডিএন টেলিকম, পাইনিওয়র ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩৪ দশমিক শূন্য ৩ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৯১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০৫ দশমিক ১২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬৯ দশমিক ৫১ পয়েন্ট ও সিএসআই সূচক ৯ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪ দশমিক ৫০ পয়েন্টে, ১১ হাজার ৭৬৪ দশমিক ৪৮ পয়েন্টে, ৮ হাজার ২০৮ দশমিক ৯৯ পয়েন্টে ও ৮৭৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৩টির এবং ২৬টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি।

নিউজবাংলাদেশ/এমজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়