দুর্নীতির তথ্য পেলে ছাড় নয়: কমিশনার আমিনুল
কোনো দুর্নীতির তথ্য পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।
মঙ্গলবার টাঙ্গাইলে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের ১৪০তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমিশনার এএফএম আমিনুল ইসলামের উপস্থিতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ, পাসপোর্ট অফিস ও অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন অভিযোগ নিয়ে দুদকের ১৪০তম গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উত্থাপিত অভিযোগের পরিসংখ্যান মোট অভিযোগ ২৬টি, তাতক্ষণিক নিষ্পত্তি ৮টি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ১৮টি।
অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই দেশকে দুর্নীতিবাজদের অভয়ারণ্য হতে দেয়া হবেনা। সেবা দাতারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণকে সঠিকভাবে সেবা প্রদান করবেন ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলবেন। কোনো দুর্নীতির তথ্য পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, দুদক প্রতিনিয়ত দুর্নীতি রোধে কাজ করে যাচ্ছে। ১০৬ হটলাইনের মাধ্যমে সরাসরি জনগণের সাথে যোগাযোগ স্থাপন করেছে। বিভিন্ন সময়ে তাৎক্ষণিক এনফর্সমেন্ট অভিযান চালানোর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান সহ মামলা করা হচ্ছে।
জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দুর্নীতি নির্মূলের বিকল্প নেই। দুর্নীতিবাজদের উৎখাত করতেই হবে। দুর্নীতিবাজদের কোন সুযোগ দেয়া হবে না বলেন তিনি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের ঢাকা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন, জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি টাঙ্গাইলের সহ-সভাপতি।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস








