artk

স্টাফ রিপোর্টার

সোমবার, জানুয়ারি ২০, ২০২০ ৬:৫৩

নির্বাচনকে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন মনে করছে: তাপস

media

এই নির্বাচনকে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে দেখছে বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। 

এই নির্বাচনকে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে দেখছে বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। 

তিনি বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা বিএনপির রাজনৈতিক কৌশল। নির্বাচনী প্রচার যত দিন চলবে তত দিন এটা হতে থাকবে। নিছক অভিযোগ করতে হয় বলেই তারা করছে।

বিএনপির পক্ষ থেকে বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলার বিষয়ে আজ সোমবার নির্বাচনী প্রচার শুরুর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন শেখ ফজলে নূর। খিলগাঁও রেলগেটের পাশে জোড় পুকুর মাঠ থেকে একাদশ দিনের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, ঢাকার উন্নয়নের জন্য নয়, নগরবাসীকে সেবা দিতে নয়, ঢাকাবাসীর কষ্ট লাঘবের জন্য নয়, উন্নত ও আধুনিক ঢাকা গড়তে নয়, বরং তারা বারবার বলছে এটি তাদের আন্দোলনের একটি অংশ। এই নির্বাচনকে তারা তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে দেখছে। ঢাকাবাসী এটা গ্রহণ করবে না।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপির বিরোধিতা ও আন্দোলনের হুমকি প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের শেখ ফজলে নূর বলেন, ‘ঢাকার জনগণের মধ্যে এ ব্যাপারে কোনো শঙ্কা দেখিনি। আধুনিক প্রযুক্তি সবাই সাদরে গ্রহণ করেছে। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবে।’

সকাল ১১টায় প্রচার শুরু করার কথা থাকলেও ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর আসেন দুপুর দুইটার কিছু আগে। সকাল থেকেই জোড় পুকুর মাঠে জড়ো হন নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে নৌকা প্রতীকের প্রার্থীকে অভ্যর্থনা জানান নেতা-কর্মীরা। তাঁদের উদ্দেশে শেখ ফজলে নূর বলেন, ‘আমাদের ঘোষিত উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। এভাবে উন্নয়নের রূপরেখা আর কোনো প্রার্থী এই নির্বাচনে দেয়নি, এর আগেও কেউ দেয়নি।’ দু-এক দিনের মধ্যেই বিস্তারিত ইশতেহার প্রকাশ করা হবে বলে জানান তিনি।

উন্নত ঢাকা গড়তে পাঁচ দফা প্রতিশ্রুতি দিয়ে শেখ ফজলে নূর বলেন, ‘ঢাকাবাসী তাদের প্রাণের ঢাকাকে ভালোবাসে, তারা উন্নত ঢাকা চায়। আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকাবাসী একটি নব সূচনা গড়ার লক্ষ্যে এই সুযোগ নেবে। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তারা সকলেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের সেবক নির্বাচিত করে আমাদের সেবা করার সুযোগ দেবে।’ হকার মুক্ত ঢাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হকারেরা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে শোষিত হয়। তাই তাদের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করে হকার মুক্ত ঢাকা গড়ার পরিকল্পনা নেওয়া হবে।

 

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে ‘ভারত বুঝুক, হারের পর সামনে এসে উল্লাস করলে কেমন লাগে’ মৎস্য কর্মকর্তা লাঞ্ছিত, উপজেলা চেয়ারম্যান বরখাস্ত নারায়ণগঞ্জে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৮ নায়ক মান্না চলে যাওয়ার ১ যুগ করোনায় মৃত্যুর মিছিলে আরও ১০০ জন বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মেডিক্যাল শিক্ষার্থী নিহত ইঁদুরেই খেয়েছে ১ লাখ মেট্রিক টন ফসল করোনাভাইরাস আতঙ্কে সিঙ্গাপুরফেরত স্বামীকে রেখে পালালেন স্ত্রী ঘুষের অভিযোগ থেকে সিনহাকে অব্যাহতি কোভিড ১৯: এবার তাইওয়ানে প্রথম মৃত্যু ভোটাররা দেরিতে ঘুম থেকে উঠায় ভোট হবে ৯টায়: ইসি সচিব এই সেলফি তোলার পরেই ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু করোনাভাইরাস: প্রযুক্তিই চীনের শেষ ভরসা সঞ্চয়পত্রে নয়, সুদ কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের: অর্থ মন্ত্রণালয় বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার নিয়ে বিসিবি একাদশ ঘোষণা সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩ চট্টগ্রাম, বগুড়া ও যশোর সিটিতে ভোট ২৯ মার্চ করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশকে উন্নত কিটস দেবে চীন একত্রে কাজ করবে ডিএসই ও সিএসই বিশ্রামে রিয়াদ, ফিরলেন তাসকিন-মোস্তাফিজ করের বকেয়া অর্থ না দেয়াও দুর্নীতি: দুদক চেয়ারম্যান দক্ষদের নিয়োগ দিচ্ছে টেসলা, ডিগ্রি না হলেও চলবে খালেদা জিয়ার প্যারোল আবেদন সরকার পায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী চিকেন পক্স হলে কী খাবেন বাংলা তারিখ ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট কারিগরি শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিএসইএক্সের সেরা দ্বিতীয় উত্থান মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন কেজরিওয়াল ফিটনেস ও নিবন্ধনহীন গাড়ি বন্ধে সব জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ