সংগীতশিল্পী হিসেবে গান শুনিয়ে বেশ কয়েকবারই ঢাকার শ্রোতাদের মাতিয়েছেন তিনি। সর্বশেষ ঢাকা এসেছিলেন গেল বছরের জুলাই মাসে। অভিনয় দিয়েও দর্শকদের মন কেড়েছেন বহুবার। তিনি একইসাথে গায়ক, অভিনেতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব অঞ্জন দত্ত। এবার ঢাকায় আসছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। নিজের নির্মিত চলচ্চিত্র ‘ফাইনালি ভালোবাসা’ নিয়ে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন অঞ্জন দত্ত।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গণমাধ্যম সমন্বায়ক রুহুল রবিন খান। রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শনিবার বিকেল ৫টায় দর্শকদের সঙ্গে চলচ্চিত্রটি দেখবেন তিনি। ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘ফাইনালি ভালোবাসা’ প্রদর্শনী শেষে এ চলচ্চিত্র নিয়ে দর্শকদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা বলেন তিনি।
২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি আলাদা আলাদা তিনটি ভালোবাসার গল্পে ছবির চিত্রনাট্য করেছেন নির্মাতা, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্রা।
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শিল্পী অঞ্জন দত্ত। কিন্তু চলচ্চিত্র ও মঞ্চনাটকেও রয়েছে তার পদচারণ। গেল বছরের জুলাই মাসে ঢাকায় অঞ্জন দত্ত এসেছিলেন মঞ্চনাটক নিয়ে। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনের মঞ্চে দল নিয়ে অভিনয় করেছিলেন তিনি। আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ নাটকটি তৈরি করেছেন অঞ্জন দত্ত। এই নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট তুলে ধরতে চেয়েছেন পরিচালক।