News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৯, ১৫ জানুয়ারি ২০২০
আপডেট: ০৩:৪১, ১ মার্চ ২০২০

ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ মানতে রাজি নন পাপন

ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ মানতে রাজি নন পাপন

অনেক নাটকের পর টাইগারদের পাকিস্তান সফরের সূচি চুড়ান্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার দুবাইতে আইসিসির সভায় পাকিস্তান এই সফরসূচিও চূড়ান্ত হয়। আগামী তিন মাসে তিন দফায় পাকিস্তানে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। অথচ দুবাই যাওয়ার আগে বিসিবি প্রধান নাজমুল হাসান স্পষ্ট করেই বলেছিলেন সরকারি অনুমতি না মেলায় ৭ দিনের বেশি পাকিস্তানে থাকা সম্ভব নয়। টি-টোয়েন্টি সিরিজের বাইরে অন্য কিছু খেলা সম্ভব নয়।

বিসিবির এই ঘোষণার ঠিক এক দিন পরেই ভিন্ন কিছু দেখলো ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তো খেলছেই, খেলবে দুটি টেস্ট এবং বাড়তি একটি ওয়ানডে ম্যাচ। চারদিকে তাই আলোচনা চলছে, ক্রিকেট কূটনীতিতে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ।

দুবাইয়ে আইসিসির সভা শেষ করে আজ বুধবার দুপুরে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদিকদের সাথে কথা বলেনে। এই সূচি নিয়ে ক্রিকেটে কূটনীতিতে হার, এমন আলোচনায় বিস্মিত তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেছেন, ‘ক্রিকেট কূটনীতিতে হার! এটা কেন বলা হচ্ছে কোনও কারণই আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না। আমার কাছে অদ্ভুত লাগছে। আমরা প্রথম থেকে যেটা বলেছি সেটাই তো  

সর্কারের ভুমিকা নিয়ে তিনি বলেন, ‘সরকার থেকে যে বিষয়টা বলা আছে, আমরা যেরকম আগে থেকে বলেছি ওইরকমই  হয়েছে। বলা হয়েছে, প্রথমে টি-টোয়েন্টি খেলে আসবে। তারপর অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলে আসবে। আমরা এখনও সেই ধারাতেই আছি।’

হুট করে কেন একটি ওয়ানডে যোগ হলো, এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ দরকার। আমাদের কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে হলে প্রস্তুতিটা ভালো হয়।’

সূচি: প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ধাপের সফরে হবে একটি টেস্ট। ৭ থেকে ১১ এপ্রিল পাঁচ দিনের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে মুমিনুলরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়