News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ৮ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর আগে ২৬ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রকাশের নিয়ম অনুযায়ী, রোববার সকাল ১০টায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র পাঁচ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী পাঁচ লাখ দুই হাজার ৮৯১ জন। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন। তবে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের (২৮ এপ্রিল) কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ২, ৪ ও ১৬ মে তারিখে অনুষ্ঠিত হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আটটি সাধারণ বোর্ডের ক্ষেত্রে এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আলিমের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad (বোর্ডের নামের প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়