artk

স্টাফ রিপোর্টার

শনিবার, ডিসেম্বার ১৪, ২০১৯ ১১:২২

মূলধন কমেছে ৮৬৭৭ কোটি টাকা, সূচকেও পতন

media

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৭৭ কোটি টাকা। এসময় পুঁজিবাজারে লেনদেন পরিমানও কমেছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৪৩ হাজার ৬৯৭ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল তিন লাখ ৫২ হাজার ৩৭৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৭৭ কোটি ৬২ লাখ টাকা বা ২ দশমিক ৪৬ শতাংশ। 

ওই সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৭৩ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল দুই হাজার ৩১০ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৩৭ কোটি টাকা বা ৩১ দশমিক ৮৯ শতাংশ। 

গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪৬২ কোটি ১৯ লাখ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে ১৪৭ কোটি ৪০ লাখ টাকা বা ৩১২ দশমিক ৮৯ শতাংশ।

ওই সময়ে ডিএসইএক্স সূচক ১৫৬ দশমিক ৯৮ পয়েন্ট বা ৩ দশমিক ৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৭১ দশমিক ৩৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩৯ দশমিক ২৫ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৫৭ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৬ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ৫৪৮ দশমিক ১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৪টি কোম্পানির। দর কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। লেনদেন হয়নি দুই কোম্পানির। 

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির ৭৮ দশমিক ৫৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ওই সময় ‘বি’ ক্যাটাগরির ১২ দশমিক ৪২ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৬ দশমিক শূন্য ৬ শতাংশ ও ‘জেড’ ক্যাটাগরির ২ দশমিক ৯৫ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী চীনের করোনাভাইরাসে মৃত ১৭ সিটি নির্বাচন নিয়ে ২০ দলের বৈঠক বিকালে কতোটা ভয়ংকর নতুন করোনাভাইরাস? পদ্মা সেতুর ২২তম স্প্যান বসছে বৃহস্পতিবার অবশেষে পাকিস্তানে বাংলাদেশ দল স্মার্ট বাজারে ক্লাসিক: নোকিয়া ২৭২০ ফ্লিপ ইভিএমে ৫০ শতাংশ ভোট না পড়লে ব্যালটে ভোটগ্রহণ চান ইসি মাহবুব সালমাদের ভারত বধ পঞ্চম বিয়ে সারলেন পামেলা কুবি সমাবর্তন: চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন ১৩ শিক্ষার্থী চীনে ভাইরাসে ৯ জনের মৃত্যু আক্রান্ত ৪৪০ সংসদে ৮২৩৮ জন ঋণখেলাপির তালিকা প্রকাশ কুকুর হত্যার দায়ে আট মাসের কারাদণ্ড একুশ ফার্স্ট প্রসপেক্টাস অনুমোদন ধনী-গরিব নির্বিশেষে সুবিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ডিএসই-সিএসইর নতুন এমডি নিয়োগের অনুমোদন বিএসইসির এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন করছে না ভারত অনিয়মের বিরুদ্ধে দুদকের অভিযান মানিকগঞ্জে বাসায় ঢুকে মেয়ের চোখের সামনে মাকে হত্যা নির্বাচনী গণসংযোগে হামলা: ইসির পদক্ষেপের অপেক্ষায় তাবিথ এসকে সিনহাকে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ ই-পাসপোর্ট পেতে আবেদন করবেন যেভাবে চাটার্ড বিমানে রাতে পাকিস্তানে উড়াল দিচ্ছে টাইগাররা দুর্নীতি করে জনগণের হক নষ্ট করবেন না: দুদক কমিশনার চাই না, নির্বাচনে কোনো অভিযোগ ইসি পর্যন্ত গড়াক: সিইসি টাইগারদের নতুন পেস বোলিং কোচ গিবসন সব ধরনের সূচকে উত্থান নিউজিল্যান্ড সফরে ভারতের দল ঘোষণা পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে মাদুগালের