News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৪, ১১ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৬:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

সূচকের উত্থান লেনদেন মন্দা

সূচকের উত্থান লেনদেন মন্দা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। এদিন কমেছে উভয় স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আগের কার্যদিবস তুলনায় এদিন দুই স্টকের লেনদেন পরিমান কমেছে।

বুধবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৮৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৫টির এবং পরিবর্তন হয়নি ৬৩টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫১২ দশমিক ৩৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৫২ দশমিক ১৫ পয়েন্টে ও ১ হাজার ১৭ দশমিক ৪৬ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- প্যারামাউন্ড ইন্স্যুরেন্স, কেপিসিএল, প্যারামাউন্ড টেক্সটাইল, এসকে ট্রিমস, প্রগ্রেসিভ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, জাহিন স্পিনিং, সিনোবাংলা ইন্স্যুরেন্স, নিউ লাইন।

অপর পুঁজিবাজারে সিএসইতে লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৭১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২০ দশমিক শূন্য ১ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৬৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৬ দশমিক ৯৪ পয়েন্টে, ১১ হাজার ৬৪০ দশমিক ৭১ পয়েন্টে, ৮ হাজার ৩২৪ দশমিক ৪৪ পয়েন্টে ও ৮৭৩ দশমিক ৪১ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১০৫টির এবং কোন পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়