বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

nবঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার।
বুধবার মিরপুরে দিনের প্রথম এই টি-টোয়েন্টির জমজমাট লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে না ওঠায় টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর ক্যারিবীয় টর্নেডো ক্রিস গেইলকেও জানুয়ারির আগে পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশি ও বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যে দল গড়েছে তাতে জয় নামক শব্দটি তাদের কাছে চ্যালেঞ্জিং হিসেবেই পরিগণিত হচ্ছে।
অন্যদিকে দল হিসেবে সিলেট থান্ডারও কম ভারসাম্যপূর্ণ নয়। বাংলাদেশ জাতীয় দলে খেলা ৪ ক্রিকেটারের (মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, রনি তালুকদার, নাইম হাসান) সঙ্গে উদীয়মান দেশি ও বিদেশিদের তালিকায় যারা আছেন তারাও টি টোয়েন্টি ক্রিকেটে কম অভিজ্ঞ নন। ফলে উদ্বোধনী ম্যাচ তো বটেই পুরো টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছে দর্শকরা।
সিলেট থান্ডার্স: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, শারফিন রাদারফোর্ড, শফিকু্ল্লাহ শাফাক, রনি তালুকদার, নাইম হাসান, দেলোয়ার হোসেন,মনির হোসেন খান, নাভিদুল হক, জনসন চার্লস, রুবেল মিয়া, জীবন মেন্ডিস।
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মোক্তার আলী, পিনাক ঘোষ, আভিষকা ফার্নান্দো, রায়াদ এমরিটস, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, রায়ান বার্ল ও ইমাদ ওয়াসিম।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফএ