News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ২৪ নভেম্বর ২০১৯
আপডেট: ০৪:৩৩, ১ মার্চ ২০২০

চাঁদপুরে এতিমখানার ভবনধসে ৪০ ছাত্র-শিক্ষক আহত

চাঁদপুরে এতিমখানার ভবনধসে ৪০ ছাত্র-শিক্ষক আহত

চাঁদপুরের মতলব উত্তরে এতিমখানার ভবনধসে ৪০ ছাত্র ও শিক্ষক আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দিতে নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানা তিনতলা ভবনের দোতলার করিডর ধসে আহত হন তারা।

মতলব উত্তর থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, রাতে খাবারের পর ১৬ ডিসেম্বর চাঁদপুরে শিক্ষার্থীদের যাওয়ার বিষয়ে কথা বলার জন্য ওই ভবনের নিচে জড়ো হন ছাত্র ও শিক্ষকরা।

এ সময় দোতলার করিডরে ছাত্রদের দাঁড় করিয়ে ব্রিফ করছিলেন শিক্ষকরা। এ সময় হঠাৎ ভবনের করিডরটি ধসে পড়ে যায়। এতে প্রায় ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়