শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় অপর আটজন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় অপর আটজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জের কাজীপুরে বিয়েবাড়িতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় অপর আটজন হাসপাতালে চিকিৎসাধীন।
মারা যাওয়া দুই যুবক হলেন- সাদ্দাম হোসেন (২৫) ও রাসেল (২৪)। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন রাসেল। আর সাদ্দাম স্থানীয় কলেজ থেকে স্নাতক পাস করে কাজীপুরের আলমপুর মোড়ে একটি কম্পিউটারের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিয়াড়া গ্রামে একটি বিয়ের বউভাত অনুষ্ঠানে কয়েকজন যুবক দেশি মদ পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিরাজগঞ্জ সদর ও কাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার বলেন, হাসপাতালের মৃত্যু সনদে খাদ্যে বিষক্রিয়ার কথা লেখা রয়েছে। দেশি মদ বা স্পিরিট পানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।