News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৯, ২২ নভেম্বর ২০১৯
আপডেট: ১৩:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ও লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তবে তাদের পরিচয় পায়নি পুলিশ।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। অপরদিকে সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৮) আরেক নারীর লাশ উদ্ধার করেছিল রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, উদ্ধার হওয়া দুটি লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই জনই ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়