News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ২১ নভেম্বর ২০১৯
আপডেট: ২৩:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২০

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবদুস সালামের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ মামলায় শুধু আবদুস সালামের অংশ বাতিল করেছেন হাইকোর্ট।

এ মামলায় অন্য আসামিরা হলেন- আবদুস সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। 

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়