News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ৪ আগস্ট ২০১৫
আপডেট: ০১:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

পাবনা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু

পাবনা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন শুরু

পাবনা: ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ওয়ার্ড বর্জন কর্মসূচি শুরু করেছে পাবনা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা। ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষনা দিয়েছিল তারা।

কর্মসূচি চলাকালে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গুল মো. সাব্বীর, জাহিদ হাসান শুভ, আশিকুর রহমান, শাহেদুল আলম ভুঁইয়াসহ আরও অনেকে। তারা বিএমডিসি প্র্রনীত নতুন কারিকুলামে প্রথম পেশাগত পরীক্ষায় ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদ জানান।

সোমবার দুপুরে পাবনার সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে ক্লাস ও ওয়ার্ড বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ১ আগস্ট শনিবার পাবনা মেডিকেলের দুই শতাধিক শিক্ষার্থী পাবনা প্রেসক্লাব প্রাঙ্গনে ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদে মানববন্ধন করে। ওই মানববন্ধনে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আশ্বাস না পাওয়ায় তারা অনির্দিষ্ট কালের ক্লাস বর্জনের ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়