নব্বইয়ের অন্যতম কবি ওবায়েদ আকাশ সম্পাদিত ছোটকাগজ শালুকের আয়োজনে ‘শালুক সাহিত্যসন্ধ্যা’ এর অষ্টম আসর বসছে শুক্রবার।
রাজধানীর শাহবাগে পাঠক সমাবেশ কেন্দ্রে বিকেল ৫টায় এই আসর বসবে।
এই পর্বে মূল আলোচনার বিষয় ‘গল্পের ভেতরের গল্প’। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন জাকির তালুকদার। প্রবন্ধের ওপর আলোচনা করবেন আনোয়ারা সৈয়দ হক, নূরুদ্দিন জাহাঙ্গীর, সরকার আবদুল মান্নান, ইশরাত তানিয়া।
আলোচনা পর্ব শেষে রয়েছে কবিতা পাঠ। তবে পাঠ পর্বের শুরুতে আবৃত্তি করবেন নায়লা তারানুম চৌধুরী।
এই আসরে কবিতা পাঠ করবেন- আশরাফ আহমদ, গোলাম কিবরিয়া পিনু, আবদুর রাজ্জাক, হাইকেল হাশমী, কামরুল হাসান, সুহিতা সুলতানা, নাসরীন জাহান, খোরশেদ বাহার, মাহফুজ আল-হোসেন, জাফর সাদেক, চয়ন শায়েরী, জামিরুল শরীফ, শেলী সেনগুপ্তা, আবদুল্লাহ জামিল, মতিন রায়হান, শেখ মামুন, সেলিনা শেলী, আদিত্য নজরুল, তুষার কবির, সাইফুল ভুঁইয়া, মনিরুল মোমেন, ডালিয়া চৌধুরী, সন্দীপন, সৌম্য সালেক, মিলু শামস, চামেলী বসু, ফারহানা রহমান, মাহফুজা অনন্যা, তরুণ ইউসুফ, মাশরুরা লাকী, বীথি রহমান, শিশির রায়।