News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ৩১ অক্টোবর ২০১৯
আপডেট: ১৮:৩১, ১৭ জানুয়ারি ২০২০

মনিপুরের স্বাধীনতার ঘোষণা দেয়া দুই নেতার বিরুদ্ধে মামলা

মনিপুরের স্বাধীনতার ঘোষণা দেয়া দুই নেতার বিরুদ্ধে মামলা

মনিপুরের স্বাধীনতা ও প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেওয়া দুই রাজনীতিকের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) একটি তদন্তের জন্যও রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার লন্ডনে নির্বাসিত দুই মনিপুরি নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিত রাজ্যটির স্বাধীনতা ও প্রবাসী সরকার ঘোষণা করেন।

লন্ডনের প্রবাসী সরকারের নাম দেওয়া হয়েছে মনিপুর স্টেট কাউন্সিল। কাউন্সিলের মুখ্যমন্ত্রী করা হয়েছে ইয়ামবিন বিরেন-কে। আর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নরেংবাম সমরজিত। তারা দুইজনই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, মনিপুরের মহারাজা লিয়েশেম্বা সানাজায়োবার হয়ে তারা এই ঘোষণা দিয়েছেন।

লন্ডনের প্রবাসী সরকারের নাম দেওয়া হয়েছে মনিপুর স্টেট কাউন্সিল। কাউন্সিলের মুখ্যমন্ত্রী করা হয়েছে ইয়ামবিন বিরেন-কে। আর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নরেংবাম সমরজিত। তারা দুইজনই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, মনিপুরের মহারাজা লিয়েশেম্বা সানাজায়োবার হয়ে তারা এই ঘোষণা দিয়েছেন।

এদিকে, মনিপুরের রাজা লেইশেম্বা সানাজাওবা তার পক্ষ থেকে প্রবাসী সরকার গঠনের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার পক্ষ থেকে কাউকে কথা বলার দায়িত্ব তিনি দেননি। তিনি শুধু ব্রিটিশ শাসনামলের কিছু নথি সংগ্রহ করতে বলেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়