News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ২১:১৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা নজরুল গ্রেপ্তার

মনপুরায় গৃহবধূকে গণধর্ষণ: ছাত্রলীগ নেতা নজরুল গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম

ভোলায় গৃহবধূকে দুদফা গণধর্ষণের ঘটনায় মামলা নজরুল ইসলাম নামে একজন গ্রেপ্তার হয়েছে। তিনি মনপুরার দক্ষিণ সাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রোববার সকালে মনপুরা থানায় এ মামলা করেন ভুক্তভোগী নারী। এতে ছাত্রলীগের এক নেতাসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অরো জানান, বাকিদেরও ধরতে অভিযান চলছে।

জানা যায়, ২৫ অক্টোবর ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুর্গম এলাকা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৫ যুবক মিলে এক গৃহবধূ (২৫) কে পালাক্রমে ধর্ষণ করে। দুর্গম চর পিয়ালে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ধর্ষিত ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে মনপুরায় শ্বশুর বাড়িতে আসছিল। এই সময় চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এসে দেখেন মনপুরার জনতা বাজারের উদ্দেশে আগেই লঞ্চ ছেড়ে যায়। পরে মনপুরার জনতাগামী এক স্পীডবোটে আড়াই বছরের শিশুকে নিয়ে উঠে। তখন ওই স্পীডবোটে আরও ২ জন যাত্রী উঠে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পথিমধ্যে জনতার খালের পাড় থেকে আর ২ জন যাত্রী উঠে। তারা হলেন, বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২), কিরন (২৬)। তাদের সকলের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডে।

এদিকে গন্তব্যে না গিয়ে এক পর্যায়ে ওই যাত্রীরা স্পীডবোট ড্রাইভারকে জোর করে চরপিয়াল নিয়ে যায়। ওই গৃহবধূ অভিযোগ করেন, চরপিয়াল নিয়ে স্পীডবোট থেকে জোরপূর্বক ওরা গৃহবধূকে ধর্ষণ করে। স্প্রীডবোটটি তখন চরপিয়াল থেকে জনতা বাজার চলে যায়। পরে জনতা বাজার থেকে স্পীডবোটের মালিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল চরপিয়াল গিয়ে ওই ৪ ধর্ষককে মারধর করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা রেখে তাদের ছেড়ে দেয়। এর পর অসহায় ওই গৃহবধূকে নজরুলও ধর্ষণ করে এক হাজার টাকা দেয়। এমনকি নাম না প্রকাশ করতে ধারন করা ভিডিও ফেসবুকে দিবে বলে হুমকি দেয় নজরুল।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়