News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২২, ২৬ অক্টোবর ২০১৯
আপডেট: ২০:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

আইএসপিএবি নির্বাচন: ফলাফল যাই হোক এক সাথে কাজ করার প্রত্যয়

আইএসপিএবি নির্বাচন: ফলাফল যাই হোক এক সাথে কাজ করার প্রত্যয়

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির (২০১৯-২১ মেয়াদে) নির্বাচনের ফলাফল যাই হোক সবাই এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল। নির্বাচনে দুই প্যানেলেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছে। 

শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে ভোট প্রদান শেষে দুই টিম লিডার এ কথা বলেন। ভোটকেন্দ্রে দুটি বুথে সাধারণ ভোটারদের এবং চারটি বুথে সহযোগী ক্যাটাগরির সদস্যরা ভোট দিচ্ছেন। সহযোগী পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিচ্ছে।

ভোট প্রদান শেষে টিম ইউনাইটেড প্যানেলের প্রার্থী আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। ভোটের পরিবেশও উৎসবমুখর।”

তিনি আরো বলেন, “আইএসপিএবিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে নিতে চাই। এর উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি। নির্বাচনে ফলাফল যাই হোক সবাই এক সাথে কাজ করতে চাই।”

আমিনুল হাকিম বলেন, “টিম ইউনাইটেড প্যানেল নির্বাচিত হলে আইএসপিএবির সদস্যদের স্বার্থ রক্ষা করা হবে। ব্যবসা যেন পেশীশক্তির কব্জায় চলে না যায় সে চেষ্টা অব্যাহত থাকবে। আর যা চলে গেছে তা সুস্থ ও মূল ধারায় ফিরিয়ে আনা হবে।”

টিম ক্যাটালিস্ট প্যানেলের প্রার্থী আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, “জয় পরাজয় যাই হোক সবাই এক সাথে কাজ করতে চাই। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় আইএসপিএবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

‘পরিবর্তনের আকাঙ্ক্ষায় এবারের নির্বাচন’ উল্লেখ করে তিনি বলেন, “ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইশতেহারে কাজের ৩৭টি পয়েন্ট দেয়া আছে। সেখানে আমরা নির্বাচিত হবার পর প্রথম ৯০ দিনে কি করবো এবং পরবর্তী সময়ে কি করা হবে, বিস্তারিত বলা হয়েছে।”

জানা যায়, সাধারণ ক্যাটাগরিতে দুটি প্যানেলে নয় পদের বিপরীতে ১৭ এবং সহযোগী ক্যাটাগরিতে চার পদের বিপরীতে দুটি প্যানেলে আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ক্যাটাগরিতে ভোটার ১১৪ হলেও সহযোগী ক্যাটাগরিতে ৩১৭ জন। মোট ৪৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘টিম ইউনাইটেড’ নামের এই প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির পাঁচজন। প্যানেলে পুরনোদের মধ্যে রয়েছেন- বর্তমান সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক-সহ রাশেদ আমিন বিদ্যুৎ, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ। আর নতুন চারজন হলেন- চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম, ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক ভুঁইয়া, বিটিএস কমিউনিকেশন্সের সিটিও মো. সারওয়ার আলম শিকদার ও নেক্সট অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ। টিম ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম। 

অপরদিকে, আট প্রার্থী নিয়ে গঠিত ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল। প্যানেল প্রার্থীরা হলেন- আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী, গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার, বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন, ডলি আইটি কর্নারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান মনির, জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস, এম, জুলফিকার হায়দার, ব্রীস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়