News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ২২ অক্টোবর ২০১৯
আপডেট: ০৪:২১, ১ মার্চ ২০২০

ঘুষ নেয়ার সময় রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

ঘুষ নেয়ার সময় রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

টাঙ্গাইলের ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার নিজ দপ্তরে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহনকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিকেলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিউজবাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, প্রকৃত ভ্যাটের চেয়ে কম ভ্যাট আদায় ও ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে ১৫ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে তার নিজ দপ্তরে হাতে-নাতে গ্রেফতার। 

সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের দায়ে একটি মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন টাঙ্গাইল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়