News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ২০ অক্টোবর ২০১৯
আপডেট: ২০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

মসজিদুল আকসায় আবারও ইহুদিদের হামলা

মসজিদুল আকসায় আবারও ইহুদিদের হামলা

মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে চার শতাধিক ইহুদিবাদী। আজ রোববার সকালে দখলদার ইসরাইলি সেনাদের সহযোগিতায় এসব উগ্র উপশহরবাসী মসজিদে ঢুকে পড়ে। ইহুদিবাদীদের এই পদক্ষেপকে মসজিদের প্রকাশ্য অবমাননা বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি নেতারা।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, গতকাল (শনিবার) কয়েকটি উগ্র ইহুদিবাদী গোষ্ঠী তাদের উৎসবের অজুহাত দেখিয়ে মসজিদুল আকসায় প্রবেশের জন্য প্রকাশ্যে আহ্বান জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে চার শতাধিক দখলদার ইহুদিবাদী মসজিদের অবমাননা করে। 

এ অবস্থায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আল-আকসা মসজিদকে ভাগ করার ষড়যন্ত্র চলছে। তবে ফিলিস্তিনিরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। মসজিদুল আকসার কোনো ক্ষতি করতে দেওয়া হবে না। 

তিনি দখলদার ইসরাইলের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়