News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৭, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ২২:১১, ১৮ জানুয়ারি ২০২০

৯ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

৯ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিভিডেন্ড ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো- নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিলভা ফার্মাসিউটিক্যালস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই (ডেসকো), জেনেক্স ইনফোসিস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এনভয় টেক্সটাইল।

কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ দশমিক ২৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৩ টাকা। কোম্পানির এজিএম ৫ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৩ দশমিক ৬২ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৯৫ টাকা। কোম্পানির এজিএম ২৪ নভেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিলভা ফার্মাসিউটিক্যালস ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১ দশমিক ১৫ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪১ টাকা। কোম্পানির এজিএম ২৫ নভেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে দশমিক ৯৭ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৮ টাকা। কোম্পানির এজিএম ৫ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১ দশমিক ১৮ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ দশমিক ৮০ টাকা। কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই (ডেসকো) ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ২ দশমিক ৭৭ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৩০ টাকা। কোম্পানির এজিএম ৪ জানুয়ারি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জেনেক্স ইনফোসিস ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য
সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ২ দশমিক ৭১ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭০ টাকা। কোম্পানির এজিএম ২৪ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট
নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ২ দশমিক ৭৫ টাকা।
এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ দশমিক ১৬ টাকা। কোম্পানির এজিএম ২৩ নভেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এনভয় টেক্সটাইল ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৩ দশমিক ৩১ টাকা। এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৩৫ টাকা। কোম্পানির এজিএম ২১ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।


নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়