জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
শুক্রবার রাতে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ফারিরা আক্তার মীম (০১) ও রিয়াদ আহমেদ (২২)।
নিহতরা হলেন- ফারিরা আক্তার মীম মাদারগঞ্জ উপজেলার ঘুনারিতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে ও রিয়াদ আহমেদ ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।
মাদারগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মাদারগঞ্জ থেকে মোটরসাইকেলে শিশুসহ তিনজন জামালপুরে যাচ্ছিলেন। মিলন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা শিশু মীমের ঘটনারস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও সাতজন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থার অবনতি দেখে তাদের জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে রিয়াদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।