News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৭, ৯ অক্টোবর ২০১৯
আপডেট: ০৪:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বিমানবন্দরে দুই ভুয়া সাংবাদিক আটক

বিমানবন্দরে দুই ভুয়া সাংবাদিক আটক

সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র বানিয়ে তুর্কি হয়ে গ্রিসে পাড়ি জমাতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছেন দুই যুবক।

মঙ্গলবার বিকেল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। তাদের কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুল হয়ে গ্রিসে যাওয়ার কথা ছিল।

বিকেলে তারা বহির্গমন চেক ইন রো-ই এলাকায় এসে দাঁড়ায়। এ সময় মো. শাহাদাৎ হোসেন ও মো. দুলাল খান নামে দুই সন্দেহজনক যাত্রীকে আটক করে এনএসআই।

এনএসআই এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, দুই যাত্রী কাতার এয়ারওয়েজ যোগে দোহা হয়ে ইস্তাম্বুল যাওয়ার চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বীকার করে যে, তারা দৈনিক জাতীয় অর্থনীতি নামে একটি পত্রিকার সম্পাদক এম জি কিবরিয়ার সহযোগিতায় ইস্তাম্বুল হয়ে গ্রিসে যাচ্ছিল। যাত্রীরা এয়ারপোর্টে কোনো সমস্যায় যেন না পড়ে এজন্য ভুয়া প্রেসের আইডি কার্ড দিয়ে দেন এম জি কিবরিযা।

তাদের সাথে এম জি কিবরিয়ার ১০ লাখ টাকার চুক্তি হয়, এর মধ্যে একজন সাড়ে ৩ লাখ এবং অপরজন ১ লাখ টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়