ডেটিংয়ের বর্ষপূর্তিতে উপহার বিএমডব্লিউ গাড়ি!

বাংলাদেশের উপস্থাপিকা ইসরাত পায়েল। কাজের মাধ্যমে তিনি আলোচিত না হলেও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। আর সে কারণেই অনেকেই তাকে চেনে।
কয়েক মাস আগে ফেসবুকে বিকিনি পরা ছবি পোস্ট করে হইচই ফেলে দেন। এবার নতুন করে আলোচনায় এলেন তিনি। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সঙ্গে সম্পর্ক চলছে পায়েলের। তারা নিয়মিত ডেট করছেন, ঘনিষ্ঠ সময় পালন করছেন।
এরইমধ্যে নাকি আংটিও বদল করেছেন। বর্তমানে পায়েল রয়েছেন আমেরিকায়। সেখানে আজানের সঙ্গে ঘনিষ্ঠ সময় পার করছেন এ উপস্থাপিকা-মডেল।
নতুন খবর হলো- প্রেমিক আজান খান সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে পায়েলকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন। আর সেই গাড়িসহ ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করেছেন পায়েল।
পায়েল জানিয়েছেন, দেশেও তার একটি বিএমডব্লিউ আছে। আর এবার আমেরিকায় আসতেই আজান সারপ্রাইজ দিয়েছে বিএমডব্লিউ উপহার দিয়ে।
কিন্তু গভীর এই প্রেমের সম্পর্ক বিয়েতে গড়াবে তো? এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, আমরা এখনও ডেট করছি। সুন্দর সময় পার করছি। সময়টা উপভোগ করছি। বিয়ে অবশ্যই করবো। তবে সেটা কবে নাগাদ এখনই বলতে পারছি না। চমক হিসেবে থাক!
নিউজবাংলাদেশ.কম/এনডি