News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৯, ৪ অক্টোবর ২০১৯
আপডেট: ১২:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

খালেদা জিয়া সরকারের সঙ্গে আপস করবেন না: মওদুদ

খালেদা জিয়া সরকারের সঙ্গে আপস করবেন না: মওদুদ

ফাইল ফটো

কারামুক্তির ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের সঙ্গে কোনো আপস করবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। 

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়া তার মুক্তির জন্য কারও কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের নেতা। হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, না হলে জনতার আন্দোলনের মাধ্যমে হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না।’ 

তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত উৎসাহ ব্যতীত তার মুক্তি সম্ভব নয়। কারণ, তিনি কারও সঙ্গে কোনো বোঝাপড়ায় পৌঁছাতে পারেন না। প্রয়োজনে তিনি কারাগারে আরও বেশি কষ্ট সহ্য করবেন, তবু তিনি বর্তমান সরকারের সঙ্গে কোনো আপস করবেন না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘যে মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই মামলা আইনানুগভাবে করা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করেছে।’

বিভিন্ন আইনের উদাহরণ টেনে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, মামলার কার্যক্রমের যেকোনো পর্যায়ে অসুস্থ, নারী ও বয়স্ক দোষী ব্যক্তিকে হাইকোর্ট জামিন দিতে পারেন। কিন্তু ৭৪ বছর বয়সী অসুস্থ খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। এমনকি যারা ঘৃণিত অপরাধী ও যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, তাদেরও জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু খালেদা জিয়াকে দেয়া হয় না।

 

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়