বলি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল সেন্স নজর কাড়ে বহু সেলেবদেরও। আজকাল যখনই জনসমক্ষে আসেন, তখন প্রিয়াঙ্কার পোশাক থেকে সাজ সরঞ্জাম সবকিছুই তাক লাগিয়ে দেয়। ক্রমাগত স্টাইল আইকন হয়ে উঠেছেন পিগি চপস।
সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশান উইকে প্রিয়াঙ্কার অস্কার দে লা রেন্টার ডিজাইনার পোশাকে নজর কাড়েন প্রিয়াঙ্কা। তবে তার থেকেও বেশি নজর কাড়ে মেটালের মিনি আলিবি বক্স ব্যাগ। প্রিয়াঙ্কার হাতের এই ছোট্ট জিনিসটাই সকলের নজরে আসে। তবে দেশি গার্লের এই ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও। এই ব্যাগের যা দাম, মোট সেই দামের পোশাক হয়তবা আমাদের ওয়াড্রোবেও নেই।
প্রিয়াঙ্কার এই ব্যাগের দাম কত জানেন? ২ লাখ ৬ হাজার ৪৫২ টাকা। জানা যাচ্ছে এই ব্যাগের শুধু চেনের স্ট্য়াপটির দামই হল ১, ৮৩, ৪২৮ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন...
প্রসঙ্গত, এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন। তবে শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফারহান আখতারের 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' ছবিতে।