News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:৩৪, ২১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৯:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘গাল্লি বয়’

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘গাল্লি বয়’

৯২তম অস্কারে ভারত থেকে পাঠানো হচ্ছে ‘গাল্লি বয়’ ছবিটি। চলতি বছরে মুক্তি পাওয়া ভারতের আলোচিত ছবিগুলোর মধ্যে এটি একটি। জোয়া আখতার পরিচালিত ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এবার অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ২৭টি ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে জুরিবোর্ড ‘গাল্লি বয়’ ছবিটিকে মনোনীত করেছে।

এ জুরিবোর্ডে সদস্য ছিলেন দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন অপর্ণা সেন, প্রতিম ডি গুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অশোক বিশ্বনাথন প্রমুখ। 

অস্কারের ৯২তম আসরে ভারত থেকে অফিশিয়ালি এই ছবিটিকে মনোনীত করায় বাছাই কমিটি ও ফিল্ম ফেডারেশনকে ধন্যবাদ জানান পরিচালক জোয়া আখতার।

মুম্বাইয়ের ধারাভি বস্তির এক র‌্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গাল্লি বয়’ ছবিটি। চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় এটি। ৮৪ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি আয় করে ২৩৮ কোটি রুপি। শুধু তাই নয়, বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয় ছবিটি।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়