ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে টাইগারদের দেয়া ১৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৩৬ রানে অলআউট হয় হ্যামিল্টন মাসাকাদজার দলটি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে টাইগারদের দেয়া ১৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৩৬ রানে অলআউট হয় হ্যামিল্টন মাসাকাদজার দলটি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে টাইগারদের দেয়া ১৭৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৩৬ রানে অলআউট হয় হ্যামিল্টন মাসাকাদজার দলটি।
এ জয়ের ফলে ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ হাতে রেখেই আফগানদের সাথে ফাইনাল খেলা নিশ্চিত হল সাকিবদের। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারে সাইফউদ্দিনের ৫ম বলেই সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রেন্ডন টেলর। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই বিদায় নেন তিনি।
পরের ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। এবার ওভারের ৩য় বলে বোল্ড হয়ে গেলেন রেগিস চাকাভা। ২ রানের মাথায় পড়লো দ্বিতীয় উইকেট। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে শফিউল ইসলামের বলে ক্যাচ দেন আফিফ হোসেন ধ্রুবর হাতে। তৃতীয় উইকেট পড়ার পর অবশ্য জিম্বাবুয়ে ইনিংসের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এবং মিডল অর্ডার ব্যাটসম্যান টিনোটেন্ডা মাতুমবদজি।
কিন্ত অভিষিক্ত আমিনুল ইসলাম প্রথম ওভারে বোলিংয়ে এসেই জিম্ববায়ের উইকেটে আঘাত হানেন। দলীয় ৩৫ রানের মাথায় টিনোটেন্ডা মাতুমবদজিকে ১১ রানে ফিরিয়ে দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেটের নাম লেখান আমিনুল ইসলাম।
পরের ওভারে শফিউলের আঘাত। রায়ান বার্ল ১ রান করে শফিউলের বলে সরাসরি বোল্ড। ৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। নবম ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসে আবারও জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন অভিষিক্ত লেগ ব্রেক বোলার আমিনুল।
এবার তিনি জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন। জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটসম্যান ২৫ বলে চার বাউন্ডারিতে ২৫ রান করে বিদায় নেন। ৮.৪ ওভারে ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে জিম্বাবুয়ে। দলীয় ৬৬ রানে নেভিল মাদজিভা ৯ রান করে মুস্তাফিজের বলে রান আউটের শিকার হন।
কিন্তু এরপরই রিচমন্ড মুতুমবামি ও কাইল জার্ভিস জিম্বাবুয়ের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন। মাত্র ৩০ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন মুতুমবামি। অবশেষে ১৮.২ ওভারে দলীয় ১২৪ রানের মাথায় পেসার শফিউল ইসলামের বলে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩২ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৪ রান করেন এই জিম্বাবুইয়ান।
শেষ ওভারে মুহুর্তে পেসার মুস্তাফিজুর রহমান জ্বলে উঠেন। কাইলি জার্ভিসকে ২৭ রানে ফিরিয়ে দেয়ার পর ইনিংসের শেষ বলে আইন্সলে এনডিলোভুকে ২ রানে সরাসরি বোল্ড করেন। বল হাতে বাংলাদেশের হয়ে পেসার শফিউল ইসলাম ৪ ওভারে ৩৬ রানে তিনটি এছাড়া মুস্তাফিজুর রহিমান ও আমিনুল ইসলাম নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিটন-মাহমুদউল্লাহ-মুশফিকদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৬২ রান করেন।