ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। উত্তেজনার এই টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
আজ জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাকিববাহিনী। অন্যদিকে বাংলাদেশ হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে। এ ম্যাচে জিম্বাবুয়ে হারলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে জিম্বাবুয়ের।
এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে টুর্নামেন্টের তিন দলই। এর মধ্যে ২ ম্যাচেই জয় নিয়ে ৪ পয়েন্টে সবার উপরে আছে আফগানিস্তান। ফাইনাল খেলা নিশ্চিত রশিদ খানদের। তাদের ঠিক পরের অবস্থানেই বাংলাদেশ। সাকিব আল হাসানের দল ২ ম্যাচে জিতেছে একটিতে, পয়েন্টও ২। আর জিম্বাবুয়ে দুই ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। সবার নিচে আছে তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলামের। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন পেসার শফিউল ইসলামের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন কুমার দাস, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।