পুঁজিবাজারে না এলে বীমার সনদ বাতিল

পুঁজিবাজার শক্তিশালী করতে আগামী তিন মাসের মধ্যে দেশের সব বীমা কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে। তা না হলে তাদের সনদ বাতিল করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বীমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ হুশিয়ারি দিলেন।
সরকারের লাইসেন্স দেবার উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে সেই লাইসেন্স বাতিল করা হবে জানিয়েয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে মোট ৭৫টি বীমা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪৭টি বীমা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বাকি ২৮টি কোম্পানি আগামী তিন মাসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে চার ধাপে তাদের সনদ বাতিল করা হবে।
এক দেশে দুই আইন হতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে, কেউ বাইরে থাকবে এটা হতে পারে না এমন উক্তি করে মন্ত্রী বলেন, আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যেই পুঁজিবাজারের বাইরে থাকা ২৮ কোম্পানিকে অন্তর্ভুক্ত হতে হবে। অন্যথায় এদের লাইসেন্স বাতিল করা হবে। প্রথমে তাদের সাসপেন্ড করা হবে, এরপর সাময়িক সনদ বাতিল, মার্জার অ্যান্ড এমার্গেশন করা হবে। শেষ ধাপে স্থায়ীভাবে সনদ বাতি করা হবে।
সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএর চেয়্যারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ বীমা সমিতির সভাপতি শেখ কবির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পিআর