‘শৃঙ্খলাভঙ্গে ছাত্রলীগ নেতাকে অপসারণের ঘটনা ইতিহাসে প্রথম’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলাভঙ্গের কারণে সংগঠনের শীর্ষ পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অপসারণ ছাত্রলীগের ইতিহাসে প্রথম ঘটনা। এই প্রথম শৃঙ্খলাভঙ্গের কারণে ছাত্রলীগের শীর্ষ কোনো দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।
রোববার সকালে নারায়ণগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, অনিয়ম করলে কেউ ছাড় পাবে না। ব্যবস্থা নেয়া হবে। শোভন-রাব্বানীর বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা এর প্রমাণ।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আল নাহিয়ান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া লেখক ভট্টাচার্যের বিষয়ে তিনি বলেন, তারা আগামী কাউন্সিল পর্যন্ত দায়িত্ব পালন করবে। কাউন্সিলের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আনার বিষয়ে কাজ করবে।
প্রসঙ্গত সাম্প্রতিক নানা নেতিবাচক কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে গতকাল শনিবার বাদ দেয়া হয়। তাদের পরিবর্তে গতকাল রাতেই জ্যেষ্ঠ সহসভাপতি আল নাহিয়ান খানকে ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/পিআর/এএইচকে








