artk
৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ১৭ নভেম্বর ২০১৮, ৯:১৪ অপরাহ্ন

শিরোনাম

বীরপ্রতীক তারামন বিবিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৪৮ ঘণ্টা, বৃহস্পতিবার ০৮ নভেম্বর ২০১৮


বীরপ্রতীক তারামন বিবিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর - জাতীয়

গুরুতর অসুস্থ বীরপ্রতীক তারামন বিবিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে ময়মনসিংহ সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। তারামন বিবির ছেলে আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এখানে মায়ের চিকিৎসা শুরু হয়েছে। ডাক্তারদের তত্ত্বাবধানে মা চিকিৎসাধীন।”

এর আগে সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারামন বিবিকে কুড়িগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ সিএমইচে নেওয়া হয়। সেখানে ঘণ্টা তিনেক থাকার পর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এসময় তিনি কোনো কথা বলতে পারছিলেন না। দীর্ঘদিন শ্বাসকষ্ট, কাশি ও ডায়াবেটিসে ভুগছেন এ বীর নারী।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত