artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ২:০৪ অপরাহ্ন

শিরোনাম

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩০৩ ঘণ্টা, বৃহস্পতিবার ০৮ নভেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৬২১ ঘণ্টা, বৃহস্পতিবার ০৮ নভেম্বর ২০১৮


জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭ - বিদেশ

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে।

দেশটির রাজধানী হারারের কাছে বুধবার একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দ্য গার্ডিয়ান।

দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি বাস রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত অনেক মানুষ।

দেশটির ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার ফরচুন চাছি বলেন, দেশের দুর্ঘটনা কমাতে অতি শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জিম্বাবুয়েতে গত কয়েক বছর ধরে বাস দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশটির খারাপ রাস্তা-ঘাট এর মূল কারণ হিসেবে বলা হয়। চলতি বছরের জুন মাসে আরেক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত