artk
৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ১৭ নভেম্বর ২০১৮, ৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম

সিডনিতে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩২২ ঘণ্টা, শনিবার ০৩ নভেম্বর ২০১৮


সিডনিতে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু - প্রবাস

সিডনিতে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী কুড়ি বছর বয়সী রাহাত বিন মোস্তাফিজ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দক্ষিণ সিডনির রয়েল ন্যাশনাল পার্ক সংলগ্ন ওয়াটামোলা সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ছেলে রাহাত সিডনিতে পড়তে এসে অন্য দুই বন্ধুর সাথে সিডনির ওয়ালি পার্কে থাকতো।

পুলিশ ও গনমাধ্যম সূ্ত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ন্যাশনাল পার্কে বেড়াতে যান রাহাত। সন্ধ্যা ৭টার দিকে সৈকতের ওয়াটামোলা সমুদ্র সৈকতের রক থেকে ঝাঁপ দেন রাহাত ও তার বন্ধুরা। কিন্তু কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করে তলিয়ে যেতে থাকে। এই সময় সাথে থাকা বন্ধুরা তাকে রক্ষায় প্রাণপণ চেষ্টা চালালেও সে এক পর্যায়ে পানিতে ডুবে যান।

পুলিশ ও লাইফগার্ডের সদস্যরা পরে তার মৃতদেহ উদ্ধার করে গ্লিভের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনার সময় রাহাতকে রক্ষার চেষ্টায় তার দুই বন্ধু ও বাপন ও ফয়সল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর ক্রিস্টোফার হিল দুর্ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ওয়াটামোলায় সাঁতার কাটার সময় পর্যটকদের সতর্ক বার্তা মানা উচিৎ।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য