artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:১৭ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ৫০ লাখ টাকার পণ্য চালান জব্দ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০১৩ ঘণ্টা, বৃহস্পতিবার ০১ নভেম্বর ২০১৮


চট্টগ্রামে ৫০ লাখ টাকার পণ্য চালান জব্দ - জাতীয়

ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে শুল্ককরসহ আনুমানিক মোট মূল্য ৫০ লাখ টাকার পণ্য চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক মেসার্স আরিফ এন্টারপ্রাইজ, ঢাকা কর্তৃক বি/ই নং সি-১৫০২০৯১ চলতি বছরের ১৬ অক্টোবরে মাধ্যমে আমদানিকৃত চালানটি এই দপ্তর কর্তৃক খালাস সাময়িক স্থগিত করা হয়।

চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সি অ্যান্ড এফ এজেন্ট ওইসী এন্টারপ্রাইজ, চট্টগ্রাম। শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির পরীক্ষা করা হয়।

এ দপ্তরের শতভাগ কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মোট আনুমানিক মূল্য ২১ লাখ টাকা এবং মোট শুল্ককরের পরিমান আনুমানিক ২৯ লাখ টাকা (জরিমানাবিহীন)। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

পণ্য চালানটি ঘোষণা বহির্ভূত হওয়ায় প্রযোজ্য শুল্ক-করাদি আরোপিত হবে। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি বৃহস্পতিবার কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম বরাবর প্রেরণ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার পদক্ষেপের ফলে সরকারের বিপুল পরিমান রাজস্ব সুরক্ষিত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত