artk
২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ণ

শিরোনাম

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৫৯ ঘণ্টা, বৃহস্পতিবার ০১ নভেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১০২০ ঘণ্টা, বৃহস্পতিবার ০১ নভেম্বর ২০১৮


চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শিশুর মৃত্যু - জাতীয়

চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজন মারা গেছে। এরা দুজনই শিশু।

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলো- তিন বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

এখনো চিকিৎসাধীন তানিমের মা সোনিয়া আক্তার (২৫), তার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডে তিনতলা একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে।

তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত