artk
২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:১৪ পূর্বাহ্ণ

শিরোনাম

মোল্লা মো. রাশিদুল হক-এর কবিতা
আমার গল্প

শিল্প সাহিত্য ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২১৪ ঘণ্টা, সোমবার ২৯ অক্টোবর ২০১৮


আমার গল্প - শিল্প-সাহিত্য

আমি জ্যোৎস্না বেচি;

ভরা পূর্ণিমায় কিনি ভালোবাসার স্মৃতি,
অলিক কল্পনাদের ভিড়ে খুঁজে বেড়াই তোমার মুখ;
ও চোখে হারাই আমার সমস্ত পৃথিবী।

তুমিও কি আমায় খোঁজো?
কখনো ভরা বর্ষায় মেঘেদের ভিড়ে?
যান্ত্রিক শহরের ছলনা ঠেলে
একফালি রংধনু আর এক ফালি নীরবতায়?

তুমি কি আমার গল্প হবে?
কোন এক দূর অতীতে হারানো এক সুর হবে?
ভরা পূর্ণিমায় অন্তরে যে অমাবস্যা থাকে
তাতে ডুব দিয়ে আমাকে টেনে তুলবে?

আমি জানি তুমিও আমার মতোই একা;
সূর্যের মতো বিশাল ভালোবাসা তুমি খোঁজ জোনাকির আলোয়,
অনেক কথার ভিড়ে নিংড়ানো সময়ে -
এখনো তুমি নিঃশব্দে ডুকরে কাঁদো।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত