artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের পাশেই কর্মসূচি ডেকেছে আ.লীগ

সিলেট সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৫ ঘণ্টা, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮


সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের পাশেই কর্মসূচি ডেকেছে আ.লীগ - রাজনীতি

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ স্থানের পাশে সরকারের উন্নয়ন প্রচারণার লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মঙ্গলবার বেলা ২টায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে এ ঘোষণা দেন।

এ সময় তিনি লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা শুরু করেন।

তিনি বলেন, “সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আজকের এ কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় কোর্ট পয়েন্টে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।”

এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট কোর্ট পয়েন্ট থেকে মাত্র ৩০০ গজ দূরে রেজিস্ট্রার মাঠে বুধবার বেলা ২টায় সমাবেশ কর্মসূচি দিয়েছে।

তবে এতে কোনো সংঘাতের আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, “জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/ডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য