artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:২১ অপরাহ্ন

শিরোনাম

২৫ শর্তে সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯১৭ ঘণ্টা, রোববার ২১ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২১৩৭ ঘণ্টা, রোববার ২১ অক্টোবর ২০১৮


২৫ শর্তে সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট - রাজনীতি

অবশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।তবে পুলিশ ২৫টি শর্ত জুড়ে দিয়েছে।

বুধবার জেলার রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশের ডাক দিয়েছে ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়ার কথা নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া।

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম জানান, শনিবার দুপুরে সমাবেশের জন্য আবেদন করা হয়েছিল; রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে।

এর আগে ২৩ অক্টোবর মঙ্গলবার সমাবেশের ডাক দিয়েছিল ঐক্যফ্রন্ট। কিন্তু অনুমতি না পাওয়ায় তা একদিন পিছিয়ে দেয়া হয়। ওইদিন অনুমতি না দেয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে অনুমতি দেয়া হয়নি।

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের এটির হবে প্রথম সমাবেশ। বিএনপি এ ফ্রন্টের সবচেয়ে বড় দল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত