artk
২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:৩৯ পূর্বাহ্ণ

শিরোনাম

এমএনপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৩৯ ঘণ্টা, রোববার ২১ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৪৫ ঘণ্টা, রোববার ২১ অক্টোবর ২০১৮


এমএনপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জাতীয়
ফাইল ফটো

‘মোবাইল নাম্বার পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে তার সরকারি বাসভবন গণভবনে থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জহুরুল হক বলেন, ‘‘আমরা আশা করি, এমএনপি সেবা চালু হওয়ার ফলে বাজারে আগের চেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।’’

এও জানা গেছে, এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নাম্বার অপরিবর্তিত রেখেই যেকোন কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নাম্বার পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত