artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

যশোরে ১২ মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

যশোর প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩২৭ ঘণ্টা, শনিবার ২০ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪২৯ ঘণ্টা, শনিবার ২০ অক্টোবর ২০১৮


যশোরে ১২ মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ - জাতীয়
ছবি: প্রতীকী

যশোরের বেনাপোলে বাক্কা (৩৭) নামে একাধিক মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টার দিকে বেনাপোল শিকড়ী বটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাক্কা বেনাপোল দিঘীরপাড় এলাকার নুর ইসলামের ছেলে।

নিহতের খালা রুমিলা বেগম জানান, আগে বাক্কা মাদক ব্যবসা করতো। সেই সুবাদে তার নামে ৭/৮টি মামলা রয়েছে। তবে সে বতমানে একটি ট্যাকের হেলপারি করতো। গত ৭-৮ দিন ধরে নিখোঁজ ছিল।

বেনাপোল পোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালেহ মাসুদ করিম জানান, সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সকাল ১০টার তার লাশ শনাক্ত হওয়ার পর জানা যায় তার নামে থানায় ১২টি মামলা রয়েছে।

তার মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে রয়েছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত