artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

মেলানিয়া ট্রাম্পের বিমানের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪১ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮


মেলানিয়া ট্রাম্পের বিমানের জরুরি অবতরণ - বিদেশ

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি বিমান আকাশে ওড়ার পরপরই জরুরি অবতরণ করেছে। কেবিনে ধোঁয়া দেখা যাওয়ায় পর বিমানটি অবতরণে বাধ্য হয় বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

বুধবার সকালে মেলানিয়াকে নিয়ে বিমানটি ফিলাডেলফিয়ার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পর মেরিল্যান্ডের এন্ড্রুস বিমান ঘাঁটিতে ফিরে আসে।

‘বি বেস্ট’ প্রচারণার কাজে ফিলাডেলফিয়ায় একটি হাসপাতাল পরিদর্শনে যাচ্ছিলেন মেলানিয়া।

কিন্তু উড্ডয়নের ১০ মিনিট পরই উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া দেখা যায়, পোড়ার মতো তীব্র গন্ধও পাওয়া যাচ্ছিল।গোয়েন্দা ও নিরাপত্তাকর্মীরা তখন বিমানের সামনে ছুটে যান।

শ্বাসরুদ্ধকর ধোঁয়া থেকে বাঁচতে মুখ ঢেকে রাখার জন্য এসময় মেলানিয়ার সঙ্গে থাকা সাংবাদিক ও অন্যান্য যাত্রীদেরকে ভেজা তোয়ালে দেন কেবিনকর্মীরা।

এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। বিমানটি অবতরণের পর অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে নামতে দেখা যায় মেলানিয়াকে।

মেলানিয়ার কমিউনিকেশন ডিরেক্টর স্টেফেনি গ্রিশাম বার্তা সংস্থা সিএনএন’ কে বলেন, “ছোট্ট একটি যান্ত্রিক ত্রুটি হয়েছিল। সবকিছুই ঠিক আছে এবং বিমানের সবাই নিরাপদ আছেন।”

নিউজবাংলাদেশ.কম/ডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত