artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:১৭ অপরাহ্ন

শিরোনাম

ঐক্য থেকে সরে গেলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: নজরুল

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৭ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৩৫ ঘণ্টা, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮


ঐক্য থেকে সরে গেলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: নজরুল - রাজনীতি

জাতীয় ঐক্য থেকে যারা সরে যাবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা আছি সেখানে। বামদলগুলো যে দাবিনামা পেশ করেছে, সেটা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এমনকি চরমোনাই পীরসাহেবও যে দাবি উত্থাপন করেছেন সে দাবিগুলো আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নয়, সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ চেয়েছে বিএনপি।’

এ সময় কমিশনার মাহবুব তালুকদারের প্রতি সরকারের আচরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী আরো বলেন, ‘নির্বাচন কমিশনার কেউ কেউ যে কথা বলছেন মনে হচ্ছে সরকার যেটা চাচ্ছে সেটা বলছেন। ন্যয়সঙ্গত কথা যে কমিশনার সাহেব বলছেন, আমরা তো এ দেশে দৃষ্টান্ত দেখেছি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের, সাবেক বিচারক মোতাহের হোসেন সাহেবের। আশঙ্কা হচ্ছে এ দুর্বিনীত সরকার কখন কী ঘটায়।’

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত