artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১:০৭ অপরাহ্ন

শিরোনাম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন দগ্ধ

মাগুরা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৫৯ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪০৭ ঘণ্টা, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮


গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন দগ্ধ - জাতীয়

মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।

বুধবার রাতে মাগুরা শহরের খানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- রিপন হোসেন (৪০) ও জাবেদ মৃধা (৩৫)।

জানা যায়, গ্যাস দিয়ে বেলুনসহ বিভিন্ন পশুপাখির খেলনা তৈরি করছিলেন রিপন। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রিপন ও জাবেদ দগ্ধ হন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, রিপন হোসেনের মুখ, হাত,পা ও শরীরের বিভিন্ন অংশের প্রায় ৫০ থেকে ৫৫ ভাগ দগ্ধ হয়েছে। রিপনকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত